ডাক্তারদের হাতের লেখা সম্পর্কে আপনার মতামত কী?

ডাক্তারদের হাতের লেখার জন্য প্রতি বছর পুরো পৃথিবীতে প্রায় ৭০০০ জন মানুষ মারা যায় ভুল ঔষধ সেবন করায়..। এরকম জরিপ করা হয়েছে।

ডাক্তাররা যেভাবে লিখেন এর পিছনে বিশেষ কারণ জানা নেই। তারা দ্রুত লেখার কারণ, ঔষধের প্রথম কয়েক অক্ষর সঠিক ভাবে লেখা, এবং আরো কিছু সাইন রয়েছে যা দ্বারা তারা ফার্মাসিস্টদের বুঝতে সুবিধা হয়।

কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, ফার্মেসির তারা পরবর্তী এবং পূর্ববর্তী অক্ষর গুলো এবং মাত্রা /ডোজ দেখেও বুঝতে পারে। এছাড়াও তাদের ট্রেনিং দেওয়া থাকে তা দেখে নির্নয় করতে পারেন। কিন্তু যখন লেখা বুঝা যায় না তখন তো আর আবার ডাক্তারের কাছে ফিরত যাওয়া যায় না এবং এটা কী লিখছেন তা জিগ্যেস করেছেন পারছে না।

তবে বর্তমানে প্রায় সব হাসপাতালে, চেম্বারে কম্পিউটার ব্যবহার হয়। প্রায় ডিজিটাল ভাবে কম্পিউটার দিয়ে ঔষধ এবং সকল ইনস্ট্রাক্টশন লেখা হয় যা খুব কার্যকর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top