বলিউড অভিষেক হলো শানায়া কাপুরের । Shanaya Kapoor। Bijoy TV
অবশেষে শানায়ার অভিষেক চলচ্চিত্রের ঘোষণা দিলেন করণ জোহর। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সিনেমাটির পোস্টার শেয়ার করেন করণ। ক্যাপশনে লেখেন, বেধড়ক সিনেমায় নিমৃত চরিত্রে অভিনয় করবেন গর্জিয়াস শানায়া কাপুর। এক মোহময়ী শক্তির সন্ধান, শানায়া যে শক্তি পর্দায় প্রদর্শন করবে তা দেখার অপেক্ষায় রয়েছি।
এদিকে শানায়া তার ইনস্টাগ্রামে সিনেমাটির পোস্টার শেয়ার করে বলেন, ‘‘শশাঙ্ক খৈতান পরিচালিত ‘বেধড়ক’ সিনেমায় যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ। এই যাত্রা শুরুর জন্য আমার তর সইছে না। আপনাদের দোয়া ও ভালোবাসা প্রয়োজন।
copyright © A BIJOY TV Production-2022
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook: https://www.facebook.com/bijoytvlimited
Youtube: http://youtube.com/bijoytvofficial