বলিউড অভিষেক হলো শানায়া কাপুরের । Shanaya Kapoor। Bijoy TV

অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছিল, বলিউডে পা রাখতে যাচ্ছেন শানায়া কাপুর। গত বছরের মাঝামাঝি সময়ে এই গুঞ্জনে সীলমোহর দেন শানায়া নিজেই। তিনি জানান, পরিচালক-প্রযোজক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। যদিও কোন সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখবেন তা জানাননি তখন।
অবশেষে শানায়ার অভিষেক চলচ্চিত্রের ঘোষণা দিলেন করণ জোহর। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সিনেমাটির পোস্টার শেয়ার করেন করণ। ক্যাপশনে লেখেন, বেধড়ক সিনেমায় নিমৃত চরিত্রে অভিনয় করবেন গর্জিয়াস শানায়া কাপুর। এক মোহময়ী শক্তির সন্ধান, শানায়া যে শক্তি পর্দায় প্রদর্শন করবে তা দেখার অপেক্ষায় রয়েছি।
এদিকে শানায়া তার ইনস্টাগ্রামে সিনেমাটির পোস্টার শেয়ার করে বলেন, ‘‘শশাঙ্ক খৈতান পরিচালিত ‘বেধড়ক’ সিনেমায় যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ। এই যাত্রা শুরুর জন্য আমার তর সইছে না। আপনাদের দোয়া ও ভালোবাসা প্রয়োজন।

copyright © A BIJOY TV Production-2022

সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook: https://www.facebook.com/bijoytvlimited
Youtube: http://youtube.com/bijoytvofficial

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button