Dear friends, here we have given some Bangla sad status. Hopefully, you will like these statuses. We have given here selected beautiful distressed Quotes, so everyone will like them. We all have some difficulties in our life, and sometimes we all spend time at some cost. Then we want to share our pain and suffering with others on Facebook, to reduce the pressure of suffering even a little bit. So from here, you are getting many Bangla sad statuses together.
Sad status Bangla – Sadness is an emotion every human has to go through. Most of the time young people get sad when they break up with someone. it’s hard to forget the memories of someone. The pain of a breakup is unbearable. In such sad moments, sharing your grief with the entire world greatly reduces the pain. So for such moments to convey the emotions to everyone we came up with lots of Bengali Sad Statuses.
Life is like a noisy river, just like there are bends in the river, so there are happiness and sorrow in our human life, isn’t it? As we can enjoy or celebrate happiness together with everyone, but sadness cannot be shared with everyone. When we are very upset or suffering, we sit quietly by posting a small status on social media or a Bangla Sad Status on Facebook. But maybe that status is to your liking? Thinking about where to get good Bangla Sad Status?
Have you had a breakup? Loved ones gone away? Anyway, you may be looking for Bangla sad status for FB or, Bengali sad status for Whatsapp, alone status Bangla, Bangla Very sad SMS on the internet. But you can’t find Sad love status Bangla as you want.
Don’t worry, we have brought you a huge collection of Bengali sad status or emotional pain Bengali status.
Grief is the deepest emotion in our lives that has the power to break us from the inside out. There are many reasons in this world that can make us sad. Sharing those sad feelings with friends on social media like WhatsApp, Facebook or Instagram makes our minds lighter. Friends, today we have brought you sad Bangla sad status and Bangla emotional status.
In this internet era, many upload sad Bangla statuses on social media platforms like WhatsApp, Facebook, and Instagram to express their emotions of suffering and pain. And if you are one of them then the following Emotional status in Bengali and Koster SMS will help you express your sad emotions on social media.
Bangla Sad Status in 2023
পৃথিবীতে সবকিছু বুজতে
সময় লাগে,
কিন্তু ভুল বুঝতে একটা
মুহূর্তই যথেষ্ট !
মনে ছিলো কতো স্বপ্ন ,
ছিলো কতো আসা..
সব কিছুই মিথ্যে ছিলো
তোমার ভালোবাসা।
মানুষের মুখের ভাষা যখন
অসহায় হয়ে যায়
তখন চোখের জল
কথা বলে।
চাঁদ তুমি শুনবে কি
আমার মনের কথা ?
সত্যি বলছি আমিও যে
তোমার মত একা..!
নিজেকে যদি শক্তিশালী করে
তুলতে চাও।
তাহলে একলা
কিভাবে থাকতে হয়,
তা শিখে নাও।
জন্ম হয় একবার মরণ হয় একবার,
ভালোবাসা হয় একবার, মন ভাঙে একবার,
যদি সব কিছু হয় একবার,
তবে আমি কেন মিস করি বারবার?
তুমি হারিয়ে গেছ তাতে কি?
তোমার মাঝে আমি এখনো
আছি, কি ভাবছো?
চোখ বন্ধ করে আমায়
অস্বীকার করতে পারবে কি?
ভালোবাসতে চেয়েছি,
ভালোবেসেছি, তুমি
ভালোবাসনি তাতে কি?
এ কেমন অবাক পৃথিবীতে বাস করি,
ভালোবাসার কথা বলার মত দুই একজন থাকলেও,
তা বোঝার মত কেউ নেই ।
যেখানে স্বপ্ন আমাদের
এক করতে পারে না
সেখানে বাস্তবতা তাে নির্মম।
বাংলা কষ্টের স্ট্যাটাস
“ঝরে যাওয়া পাতা জানে।
স্মৃতি নিয়ে বাঁচার মানে।
হয়তাে আমি ঝরে যাবাে
সময়ের তালে তােমার মনে।”
“আবেগ হল মােমবাতি যা
কিছুক্ষণ পর নিভে যায়।
আর বিবেক হল সূর্য যা
কখনাে নেভে না।”
“মধ্যবিত্ত ঘরের ছেলের পকেট
ভর্তি টাকা থাকেনা!
মাথা ভর্তি টেনশন থাকে !”
“চিৎকার করে কখনও নিজেকে
নির্দোষ প্রমাণ করা যায়না!
মাঝে মাঝে চুপ থাকতে হয় !”
“যে ধোঁকা দেয়,
সে চালাক হতে পারে!
তবে যে ধোঁকা খায়,
সে বােকা নয়, সে বিশ্বাসী!”
“চায়ের কাপে ভেজানাে বিস্কুট
একটাই শিক্ষা দেয়। কারাে
প্রতি এতটাও ডুবে যেওনা
যাতে নিজেকেই
ভেংগে পড়তে হয়।”
“যেখানে স্বপ্নয় আমাদের
এক করতে পারে না
সেখানে বাস্তবতা তাে নির্মম।”
“কার ভিতরে কেমন মানুষ
লুকিয়ে আছে সেটা
শুধু সময় বলে দেয় …”
“নিজেকে যদি শক্তিশালী করে
তুলতে চাও।
তাহলে একলা
কিভাবে থাকতে হয়,
তা শিখে নাও।”
“আমি সবার মন ভালাে
রাখার চেষ্টা করি, কিন্তু
সবাই ভুলে যায় আমারাে
একটা মন আছে।”
“চাঁদ তুমি শুনবে কি
আমার মনের কথা ?
সত্যি বলছি আমিও যে
তােমার মত একা..!”
“তীরটা যখন বুকে ডুখলো তখন
একটুও কষ্ট পায়নি,
যখন দেখলামলা মানুষটা
আমারি পরিচিত তখনই কষ্ট পেয়েছি।”
হাজারো ব্যস্ততার মাঝে তোমার কথা ভাবি,
খুলে দেখো দুটি আঁখি,
নীল আকাশে উড়ছে পাখি,
পাখিরা সবাই গান গেয়ে শোনায়,
আমি এখন ভাবছি তোমায়।
কষ্টে ভরা জীবন আমার, দুঃখ ভরা মন,
মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন!
তারার সাথে থাকি আমি, চাঁদের পাশাপাশি,
আজব এক মানুষ আমি দুঃখ পেলেও হাসি!
কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না,
ভালবাসা ছাড়া কোন সম্পর্ক তৈরি হয় না..
জীবনে একটা কথা মনে রেখো,
কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না।
সাগরের বুকে আছে সহস্র ঢেউ,
তোমায় কত মিস করি জানে না কেউ,
সূর্য দেবে আলো যত দিন,
তোমায় মিস করবো আমি ততদিন।
হাসি সব সময় আনন্দের অনুভূতি বোঝায় না,
এটা মাঝে মাঝে এটাও বোঝায়
যে আপনি কতটা কষ্ট লুকোতে পারেন!
কষ্টের স্ট্যাটাস বাংলা
যে ধোঁকা দেয়,
সে চালাক হতে পারে!
তবে যে ধোঁকা খায়,
সে বােকা নয়, সে বিশ্বাসী!
আবেগ হল মোমবাতির মতো,
যা কিছুক্ষণ পর নিভে যায়।
আর বিবেক হল সূর্যের মতো
যা কখনাে নেভে না।
সময় বদলে যায় জীবনের সঙ্গে,
জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে,
সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে,
আপনজন বদলে যায় সময়ের সঙ্গে।
ঝরে যাওয়া পাতা জানে।
স্মৃতি নিয়ে বাঁচার মানে।
হয়তো বা আমি ঝরে যাবো
সময়ের তালে তোমার মনে।
Sad Love Status Bangla
সুখ নামের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি,
আমার কষ্টের ভাগ নিতে কেউ হয়না রাজি,
এ জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা,
শান্ত নদীর মাঝে আমি তাই একা।
মধ্যবিত্ত ঘরের ছেলের
পকেট ভর্তি টাকা থাকে না!
থাকে মাথা ভর্তি টেনশন !
ভালোবাসার মানুষের দেওয়া সব কষ্টই মেনে নেওয়া যায়,
শুধু মেনে নেওয়া যায়না, তার চলে যাওয়ার কষ্টটা।
ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে
ডুবিয়ে রাখে যে।
কামনা করি স্মৃতি ছাড়াই
ভালো থাকুক সে।
হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত,
হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত,
হারিয়ে গেছে প্রথম প্রেমে টুকরো হওয়া মন,
চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন।
তাকেই বেশি মনে পরে
যে সারাদিন একবারও
আমার খোঁজ নেয় না !!
নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে,
গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে,
রাতের কষ্ট হয় চাঁদ হারিয়ে গেলে,
আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে।
তুমি বলেছিলে পৃথিবী বদলে
গেলেও বদলাবেনা তুমি,
সেই কথা বোকার মত বিশ্বাস
করেছিলাম আমি,
আজ পৃথিবী ঠিকই আছে
শুধু বদলে গেছো তুমি।
মন তাকেই পছন্দ করে
যে ভাগ্যে থাকে না !
খালি হাতে এসেছি, খালি হাতে যাবো,
ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো,
বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়,
ক্ষনিকের মেলা-মেশা সবই অভিনয়।
ছেড়ে দিলে যদি ভালো থাকে
তাহলে ছেড়ে দাও,
কারন ভালো রাখার নাম
ভালোবাসা ।
মন ভাঙ্গলে চোখের কোনে
আছড়ে পড়ে ঢেউ ,
বুকে কতটা কান্না চাপা থাকে,
জানতে পারেনা কেউ ।
তীরটা যখন বুকে ঢুকলো তখন
একটুও কষ্ট পায়নি,
যখন দেখলাম মানুষটা
আমারি পরিচিত তখনই কষ্ট পেয়েছি।
আমি সবার মন ভালো
রাখার চেষ্টা করি,
কিন্তু সবাই ভুলে যায়
আমারাে একটা মন আছে।
কার ভিতরে কেমন মানুষ
লুকিয়ে আছে সেটা
শুধু সময় বলে দেয় …
চিৎকার করে কখনও নিজেকে
নির্দোষ প্রমাণ করা যায়না!
মাঝে মাঝে চুপ থাকতে হয় !
চায়ের কাপে ভেজানো বিস্কুট
একটাই শিক্ষা দেয়।
কারোর প্রতি এতটাও ডুবে যেওনা
যাতে নিজেকেই
ভেঙে পরতে হয়।
যে বৃষ্টির ফোঁটা তোমায় আজ
নতুন প্রেমের স্পর্শ মাখায়,
সেই বৃষ্টির ফোঁটায় পুরাতন প্রেম
দুচোখের জল লুকায়।
“মনে ছিলো কতো সপ্ন,
ছিলো কতো আসা..
সব কিছুই মিথ্যে ছিলো
তোমার ভালোবাসা।”
“মন ভাঙ্গলে চোখের কোনে
আছড়ে পড়ে ঢেউ ,
বুকে কতটা কান্না চাপা থাকে,
জানতে পারেনা কেউ ।”
“ছেড়ে দিল যদি ভালাে থাকে
তাহলে ছেড়ে দাও,
কারন ভালো রাখার নাম
ভালোবাসা।”
“মন তাকেই পছন্দ করে
যে ভাগ্যে থাকে না !”
“যে বৃষ্টির ফোঁটা তােমায় আজ
নতুন প্রেমের স্পর্শ মাখায়,
সেই বৃষ্টির ফোঁটায় পুরাতন প্রেম
দুচোখের জল লুকায়।”
“তাকেই বেশি মনে পরে
যে সারাদিন একবার ও আমার
খোঁজ নেয় না !!”
“পৃথিবীতে সবকিছু বুজতে
সময় লাগে,
কিন্তু ভুল বুঝতে একটা
মুহূর্তই যথেষ্ট !”
“ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে
ডুবিয়ে রাখে যে।
অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই
ভালাে থাকুক সে।”
Read more – Top 600 Bangla Love Status and Quotes