2. Useful cream for Hyperpigmentation/ Melasma: https://amzn.to/3avtdxC
3. Effective ointment for melasma : https://amzn.to/3Dx7UIu
এখন আমরা অনেক বেশি ত্বক–সচেতন। প্রতিদিনকার রুটিনে ত্বক–পরিচর্যা মাস্ট— ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। এত কিছুর পরও অনেকেরই অনীহা রোদে বেরনোর সময় সানস্ক্রিন ব্যবহারে। আর সানস্ক্রিন ব্যবহার না করার ফলে সূর্যের আলট্রা–ভায়োলেট রশ্মির প্রভাবে ত্বকের নানা সমস্যার শুরু হয়। যার একটি হল মেচেতা। আলট্রা–ভায়োলেট রশ্মি ছাড়াও হরমোনের তারতম্য, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি নানা কারণেও মেচেতা হতে পারে।
#মেচেতা কী?
মুখের বিভিন্ন অংশ— গলা, নাক, কপাল ও ঠোঁটের ওপরের দিকে কালচে বা গাঢ় বাদামী রঙের দাগ বা ছোপকেই আমরা মেচেতা বলি। চিকিৎসা পরিভাষায় এর নাম #মেলাসমা। গ্রিক শব্দ ‘মেলাস’–এর অর্থ ‘কালো’। তাই ত্বকের কালো দাগের পরিচিতি মেলাসমা নামে। মুখের বিভিন্ন অংশ ছাড়াও মাঝে মাঝে গলায়, হাতে বা শরীরের অন্যান্য অংশেও মেচেতা হতে পারে। ত্বকেই এই সমস্যা প্রবীণ মহিলাদের মধ্যে বেশি দেখা গেলেও, পুরুষদেরও মেচেতা হয় এবং পুরুষ–মহিলা যে কারও যে কোনও বয়সেই হতে পারে।
@Health Care Bangla